Sonali Bank Limited Officer (IT) MCQ Bangla Questions 23/12/2016

Sonali Bank Limited Officer (IT)

 MCQ Bangla Questions 
23/12/2016

১.ষাট বছর পূর্ণ হওয়াকে বলে হীরক জয়ন্তী
 ২.কোন সন্ধি বিচ্ছেদ টি ভুল?দু+লোক= দুলোক
৩.বাবা শব্দটি তুর্কি শব্দ।
৪.কোন ভাষায় সাহিত্যের আভিজাত্য প্রকাশ পায়?-সাধু ভাষায়
৫.বগুড়ারর চিনিপাতা দই সুস্বাদু -এখানে চিনিপাতা কোন কারক?উত্তর অপাদান (কনফিউজড) ৬.কাঁচকলা কোন সমাস? -কর্মধারয়
৭.ভানুমতির খেল অর্থ -ভেলকিবাজি
৮.সঠিক বাক্য-আমার কথাই প্রমাণিত হলো
৯.অপমান শব্দের অপ উপসর্গটি বিপরীত অর্থে ব্যবহৃত হয়েছে।
১০.ছায়া হরিণ আহসান হাবীবের গ্রন্থ
১১.খিড়কি শব্দের বিপরীত অর্থ সিংহদ্বার
 ১২.ছেলে তো যেন ননীর পুতুল এখানে যেন অব্যয় পদ
১৩.পুলিন শব্দের অর্থ কূল ১৪.গাছ পাথার অর্থ হিসাব নিকাশ
১৫.Bad workman quarrels with his tools -নাচতে না জানলে উঠান বাঁকা
১৬.শুদ্ধ বানান-স্বায়ত্তশাসন
১৭.শিল্পসম্মত বাংলার গদ্যরীতিরর জনক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
১৮.মহাকবি নন-রবীন্ড্রনাথ ঠাকুর
১৯.বাংলা ভাষায় ব্যঞ্জনবর্ণ -৩৯টি
২০.বাগধারা হিসেবে প্রয়োগ করা হয় না- চোখের জল